১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে কমলাপুর থেকে ফরিদপুর ভাঙ্গা অংশে রেল চলাচলের প্রস্তুতি পুরোদমে চলছে।                     

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারের নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এরমধ্যে চালু হচ্ছে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার। আগামী বছরের জুনে যশোর পর্যন্ত চলবে ট্রেন। ঢাকার কমলাপুর ও গেন্ডারিয়া, মুন্সীগঞ্জের মাওয়া, পদ্মা রেলস্টেশনসহ ফরিদপুরের ভাঙ্গা অংশে চলছে প্রস্তুতি। চলছে সাজসজ্জাও। শুরুতে ট্রেন থামবে মাওয়া, পদ্মা ও শিবচরে। চালু করার চেষ্টা চলছে মুন্সীগঞ্জের নিমতলা স্টেশনটিও।

পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের অধীনে চীন থেকে ১০০ নতুন কোচও কেনা হয়েছে। এগুলো দিয়েই চালু হবে ট্রেন চলাচল।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, নানান চ্যালেঞ্জ থাকলেও রেল চলাচলের সব প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, উদ্বোধনের জন্য মাওয়া থেকে ভাঙ্গায় যাবেন আমাদের প্রধানমন্ত্রী। প্রথমে আমাদের অনুষ্ঠান হবে। এরপর রেল চালানোর জন্য যে প্রটোকল আছে তা আমরা অনুষ্ঠানের পরে নির্দিষ্ট স্থানে গিয়ে করব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //