মা ইলিশ রক্ষায় অভিযানে কোস্টগার্ড

মা ইলিশ রক্ষায় ভূমিকা রাখছে বাংলাদেশ কোস্টগার্ড। প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। 

কোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩” পরিচালনার জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিং, জনসচেতনতামূলক সভাসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩” সফল করার উদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। 

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩” পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি ঘাঁটি, ২৮টি ছোট-বড় জাহাজ এবং ৬৫টি স্থায়ী ও দুইটি অস্থায়ী কন্টিনজেন্টের সদস্যরা শতাধিক জলযানের মাধ্যমে দেশের বিভিন্ন নদীতে সবসময় টহল দিচ্ছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন ও মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //