সকল অন্যায় ও অশুভ শক্তিকে পরাভূত করে সাম্প্রদায়িক সৌন্দর্য ও স্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রেখে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে ড. অরূপ রতন চৌধুরীর মিউজিক ভিডিও ‘এলো মা দুর্গা’ প্রকাশনা উৎসবে পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান।
তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের মহাসড়কের অগ্রযাত্রায় আমরা নিশ্চয়ই সফল হব।
তিনি আরও বলেন, সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা-পার্বণ উদযাপন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে প্রতি বছর পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
অনুষ্ঠানে ড. অরূপরতন চৌধুরী বলেন, দুর্গাপূজা সকল সম্প্রদায়ের মানুষের মিলন মেলা। পূজার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিলে দুর্গাপূজা স্বার্থক হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh