জলবায়ু বিজ্ঞানী ড. সালিমুল হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. সালিমুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

আজ রবিবার (২৯ অক্টোবর) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. সালিমুল হক একজন দূরদর্শী চিন্তাবিদ ছিলেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তিনি শুধু বাংলাদেশের নয় বরং সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য একজন পথপ্রদর্শক ছিলেন। তার অতুলনীয় অবদান বছরের পর বছর আগামী প্রজন্মের জন্য উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন সংক্রান্ত একজন বিশেষজ্ঞ ছিলেন ড. হক। তিনি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড গঠনের বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠনে জোরালো ভূমিকা পালন করেন। ড. সালিমুল হক  জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেললের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুতিতে নেতৃত্ব দেন।

ড. মোমেন মরহুম ড. সালিমুল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. সালিমুল হক আজ ভোরে গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //