ওবায়দুল কাদেরের সমালোচনা প্রসঙ্গে যা বলল জাতিসংঘ

জাতিসংঘের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছিলেন, ‘জাতিসংঘ একটি অকার্যকর সংস্থা। কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থার আর কোনো ভূমিকা নেই।’

কাদেরের এমন বক্তব্যের জবাবে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের সমালোচনা করাটা নতুন কিছু নয়। বিভিন্ন সময় এমন অভিযোগ দাঁড় করানো হয়েছে।

একইসঙ্গে গণগ্রেপ্তারসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

এর আগে, গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের দেওয়া বিবৃতির সমালোচনা করে তিনি বলেছিলেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মাঝেমধ্যে সুন্দর ভাষায় আপন মনের মাধুরি মিশিয়ে ভালো ভালো কথা বলেন। ভালো ভালো কিছু কথা বলা ছাড়া তাদের আর কোনো ভূমিকা আছে বলে আমাদের জানা নেই। বাংলাদেশ নিয়ে তারা মাথা ঘামাচ্ছে, আমরা অনেক ভালো আছি।

ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী আরও প্রশ্ন করেছিলেন, ৮০০০ জন বিরোধীদলীয় বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের হাতে সর্বত্র মানুষ নিহত হওয়ার বিষয়ে আপনাদের অবস্থান কী?

জবাবে মুখপাত্র জানান, বাংলাদেশে গণগ্রেপ্তার এবং দেশটির সাধারণ পরিবেশ নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //