এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার আজ উদ্বোধন

এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ‌‌‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা’ উদ্বোধন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরিয়া সার কারখানাটির উদ্বোধন করতে নরসিংদী যাচ্ছেন।

উদ্বোধন শেষে বিকেলে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১৯ বছর পর দলীয় সভাপতির এই সফর ঘিরে উৎসবের আমেজ নেতাকর্মীদের মধ্যে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও জেলা আওয়ামী লীগ।

নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। দিনে ২ হাজার ৮ শ মেট্রিকটন ও বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হবে কারখানাটিতে।

রবিবার (১২ নভেম্বর) সকালে কারখানা উদ্বোধনের পর সরকারপ্রধান যোগ দেবেন সুধী সমাবেশে। পরে যোগ দেবেন স্থানীয় মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের জনসভায়।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পলাশ ও নরসিংদী শহরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা।

সবশেষ ২০০৪ সালে নরসিংদী জেলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //