পরিবর্তন হচ্ছে ট্রেনের সময়সূচি

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে নিয়ে পূর্বাঞ্চল রেলওয়ে। চার বছর পর এ রুটের সব ট্রেনের সময়সূচিতেই কম-বেশি পরিবর্তন আসছে। ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার ট্রেন চালু হলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় কমবে দেড় ঘণ্টা। তবে খুব একটা বদল হচ্ছে না পশ্চিমাঞ্চলে।

রেলওয়ের তত্ত্বাবধানে আন্তঃনগর ট্রেন চলাচল করে ২৬ জোড়া। এছাড়া লোকাল ১৬ জোড়া ও মেইল ট্রেন রয়েছে ৩৫ জোড়া। ডিসেম্বরে এসব ট্রেনে যাত্রার সময় পাঁচ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত কমবে।

পূর্বাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম বলেন, অনেকগুলো ডাবল রেল লাইনের কাজ শেষ হওয়ায় ক্রসিংয়ে ট্রেনকে অপেক্ষা করতে হবে না। এছাড়া ঢেলে সাজানো হয়েছে সিগন্যাল সিস্টেম ও রেল ট্র্যাক। ট্রেনের গতি বাড়াতে যোগ করা হয়েছে নতুন ইঞ্জিন। এসব কিছুই করা হয়েছে যাত্রীরা যেন স্বল্পতম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে।

এদিকে রাজশাহী রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা জানান, পশ্চিমাঞ্চলে আন্তঃনগরসহ ট্রেন চলাচল করে ৫৬ জোড়া। এসব রুটে সময়সূচিতে তেমন পরিবর্তন হচ্ছে না। যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত।

গরম ও শীতকালে বছরে দুবার ট্রেনের সময়সূচি পরিবর্তনের নিয়ম রয়েছে। কিন্তু এর আগে পাল্টানো হয় ২০২০ সালের ১০ জানুয়ারি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //