১৬৪ প্রার্থীর ১ কোটির বেশি আয়: টিআইবি

এবারের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন‌ ১ হাজার ৮৯৬ প্রার্থী। তাদের মধ্যে ১৬৪ প্রার্থীরই বার্ষিক আয় এক কোটি টাকার ওপরে। আর ১০০ কোটির টাকার বেশি সম্পদের মালিক ১৮ জন।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে ‘নির্বাচনী হলফনামায় তথ্যচিত্র, জনগণকে কী বার্তা দিচ্ছে?’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নবম, দশম, একাদশ ও‌ দ্বাদশ‌ নিবাচনে ইসিতে দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এ‌সব তথ্য ‍তুলে ধরেছে টিআইবি।

সংবাদ সম্মেলনে তথ্যচিত্র তুলে ধরেন সংস্থাটির তিন‌ সদস্যের গবেষণা দলের প্রধান তৌহিদুল ইসলাম। অন্য দুইজন হলেব রিফাত রহমান ও রফিকুল ইসলাম।

তৌহিদুল ইসলাম বলেন, এবারের নির্বাচনে অংশ নেওয়া ১ হাজার ৮৯৬ জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১৮ শতাংশ, আর দলীয় প্রার্থী ৮২ শতাংশ। তাদের মধ্যে ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে ১৮ জনের।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, সুমাইয়া খায়ের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //