বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ছাড়াও ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপি-জামায়াতের পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতাল কর্মসূচি শুরু হয়েছে ভোর থেকে। 

আজ শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ভোটের পরদিন সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত।

এদিকে বিএনপির কর্মসূচির সমর্থনে লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ (এলডিপি) আন্দোলনরত সমমনা দলগুলোও হরতাল পালন করছে।

এদিকে, হরতালের ঠিক আগ মুহূর্তে রাজধানীসহ সারাদেশে বেড়েছে নাশকতা। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে এখন পর্যন্ত নারী-শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ডামি নির্বাচন বর্জন ছাড়াও ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে র্ভাচুয়ালি এক ব্রিফিংয়ে ৪৮ ঘণ্টার হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। একই দিনে পৃথকভাবে এক বিবৃতিতে একই কর্মসূচির বাংলাদেশ ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ করে বিএনপি-জামায়াত। আর আজ ভোর থেকে শুরু হলো দল দুইটির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //