বিকেলে নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়

আজ সোমবার (৮ জানুয়ারি) বিকেলে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় গণভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।  

গতকাল রবিবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এ নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

নির্বাচন কমিশনের তথ্য মতে, ৪০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন দ্বাদশ সংসদ নির্বাচনে। 

উল্লেখ্য, নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের ফলাফলে আওয়ামী লীগ পেয়েছে ২২৫টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ ৬১টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন এবং অন্যান্য ১টি আসন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //