ডেঙ্গুতে একদিনে দুজনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত দুজন মারা গেছে, এ সময়ে রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ জন। সবশেষ মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন, আরেকজন ঢাকার বাইরে। সব মিলিয়ে এ বছর সাতজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন যেসব রোগী হাসপাতালে গেছে, তাদের মধ্যে ১৪ জন ভর্তি হয়েছে ঢাকা মহানগরে, বাকি ২৪ জন চিকিৎসা নিচ্ছে ঢাকার বাইরে। এসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৪৬ জন।

সব মিলিয়ে এ বছরের প্রথম ১৪ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭০ জন। তাদের মধ্যে ঢাকায় ২৫১ জন এবং বাকি ৪১৯ জন ঢাকার বাইরে ভর্তি হয়।

রবিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২৩৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১২১ জন ঢাকায় এবং ১১৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //