ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৭৫৯ ইয়াবা, ২৩২.১ গ্রাম হেরোইন ও ৩৬ কেজি ৬০০ গ্রাম ২০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ৩১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //