অতিরিক্ত কৌশল বিএনপিকে নির্বাচনের বাইরে নিয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশি কৌশল অবলম্বন করতে গিয়ে বিএনপি সবকিছু থেকে বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমরা বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা বেশি কৌশল করতে গিয়ে নিজেরা বাইরে চলে গেছে।

তিনি বলেন, বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে, সে জন্য বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত ছিল' বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের এমন বক্তব্যের প্রেক্ষিতে এই মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, মির্জা আব্বাসের কথায় এটিই প্রমাণিত হয় যে বিএনপি উপলব্ধি করতে সক্ষম হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ না করাটা তাদের ভুল ছিল।

আজ রবিবার (১০ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে 'বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যা: আন্তর্জাতিক স্বীকৃতি ও ক্ষতিপূরণ' শীর্ষক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গণহত্যার স্বীকৃতি আরও আগেই পাওয়ার কথা ছিল উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, একাত্তরের গণহত্যার সাথে জড়িতদের জিয়াউর রহমান পুনর্বাসিত করেছিল। স্বাধীনতাবিরোধীদের সাথে পরবর্তীতে জোট বেঁধে খালেদা জিয়া আরও একধাপ এগিয়ে ছিল। গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় না আনা হলে গণহত্যার স্বীকৃতি আরও অনেক আগে পাওয়া যেত।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করার ফলেই একাত্তরের গণহত্যার স্বীকৃতি এখনো পায়নি বাংলাদেশ। এ সময় দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে নানাজনের নানা পর্যবেক্ষণ থাকলেও, অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, যে কারও নানা পর্যবেক্ষণ থাকতে পারে। সবচেয়ে বড় কথা হলো, ৮০টি দেশের সরকারপ্রধান ও কমনওয়েলথ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়নসহ ৩২টি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নির্বাচনের প্রশংসা করেছে এবং নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //