মাদক বিস্তারে একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে এসেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে মাদক বিস্তার লাভ করছে, তাতে একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে এসেছি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো টলারেন্সের কথা বলেছেন। আমরা মাদক উৎপাদন করি না। বিভিন্ন দেশ থেকে এসব মাদক আসে। এর ক্ষতির শিকার হচ্ছে আমাদের যুব সমাজ। আমাদের সব স্বপ্ন তাদের হাতে। তাদের যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের সব স্বপ্ন বিফলে যাবে। যেভাবে মাদক বিস্তার লাভ করছে, তাতে একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে এসেছি। ঐশীর কথা আমাদের নিশ্চয় মনে আছে। সে জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছি।

তিনি বলেন, আমরা তিনভাবে মাদক নিয়ন্ত্রণ করে থাকি। মূল টার্গেট চাহিদা ও সাপ্লাই কমানো। যে কারণে আমরা সর্বাত্মকভাবে প্রচার করছি— এর ভয়াবহতার বিষয়ে। নেশা করলে সমাজে ও মানসিকভাবে ধিক্কৃত হতে হয়। একটা পরিবারে যদি কোনো মাদকাসক্ত সন্তান থাকে সেক্ষেত্রে সেই পরিবারের যে কী অবস্থা হয়, তা আমরা জানি। এসব নিয়ে আমরা কাজ করছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো এ নিয়ে কাজ করছে।

সব ধরনের অভিযান এক ছাতার নিচে নিয়ে আসা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে যেসব অভিযান চলছে, যারা যারা অভিযানগুলো করছেন, তারা নিজস্ব আঙ্গিকে নিজ নিজ দায়িত্বে করছেন। সেজন্য আমরা চিন্তা করছি, সবাইকে এক ছাতার নিচে নিয়ে এসে এককভাবে এসব অভিযান পরিচালনা করার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //