বৈরি আবহাওয়ার কারণে এ সপ্তাহে ফেরত যাচ্ছে না বিজিপি সদস্যরা

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, দ্বিতীয় দফায় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা সদস্য, শুল্ক কর্মকর্তাসহ মোট ১৮০ জন। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বেশ আগে থেকেই। চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কথা ছিল তাদের ফেরত যাওয়ার। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে এ সপ্তাহে তারা ফেরত যেতে পারছেন না। আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশ তাদের ফেরত পাঠাতে চায়। 

আজ মঙ্গলবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘মিয়ানমারের ১৮০ জনকে ফেরত পাঠাতে আমরা আলাপ-আলোচনায় আছি। তারা ফেরত নিতে সম্মতও হয়েছে। মিয়ানমার প্রস্তাব দিয়েছে, সমুদ্র পথে নিয়ে যাওয়া হবে। কিন্তু আবহাওয়ার কারণে সম্ভব হয়নি। আমরা আশা করেছিলাম, এ সপ্তাহের মধ্যে ফেরত পাঠাতে পারব, তবে এ সপ্তাহে হচ্ছে না। এর মধ্যে আবহাওয়া যদি শান্ত হয়, আগামী সপ্তাহ বা সহসাই তাদের ফেরত পাঠাতে পারব।’

মিয়ানমারের কারাগারে ১৭০ বাংলাদেশি বন্দি রয়েছে জানিয়ে ড. হাছান বলেন, ‘তাদের ফেরত আনার বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছি। এ ব্যাপারে মিয়ানমার ইতিবাচক সাড়া দিয়েছে।’ 

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে কেমন সাড়া মিলছে প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুইজারল্যান্ডে জেআরপি সভায় আমাদের পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব যোগ দিয়েছেন। আমাদের প্রস্তাবিত অর্থ ও সহযোগিতায় গত বছরের তুলনায় ভালো সাড়া মিলছে।’ 

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অর্থপাচার বেশিরভাগ হয়েছে বিএনপির আমলে। পরে যে হয়নি তা নয়, সেগুলো নিয়ে নানা আন্তর্জাতিক আইন এবং জটিলতা রয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।’

এর আগে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাট পার্টির পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র লর্ড জেরেমি পারভিস। বৈঠক বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অব্যাহত সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় যুক্তরাজ্যের ভূমিকার জন্য লর্ড জেরেমিকে ধন্যবাদ জানান মন্ত্রী।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //