ঈদে বাড়ির সিসি ক্যামেরা সচল রাখার আহ্বান আইজিপির

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পবিত্র ঈদুল ফিতরে মানুষের ঘরে ফেরার যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের প্রতিটি সদস্য মাঠে কাজ করছে। তবে ঈদে বাড়ি যাওয়ার সময় নিজ ফ্ল্যাট বা বাড়ির সিসি ক্যামেরাগুলো সচল করে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

আজ রবিবার (৭ এপ্রিল) ঢাকা নদী বন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আইজিপি এ অনুরোধ জানান।

আইজিপি বলেন, সারা দেশে মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথ, রেলপথ ও সড়কপথে পুলিশের কয়েক হাজার সদস্যকে তৎপর রাখা হয়েছে। এছাড়া নৌপথে বিশেষ নিরাপত্তায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের মৌসুমে নগরীতে চোর, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে কাজ করছে পুলিশ। 

নগরবাসীকে বাড়ি যাওয়ার সময় নিজ নিজ ফ্ল্যাট ও বাড়ির সামনের সিসি ক্যামেরাগুলোকে সচল করে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদযাত্রায় প্রত্যেক নাগরিকের সচেতনতার বিকল্প নেই। বিভিন্ন ধরনের অপরাধীদের কাছ থেকে সচেতন থাকতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের সমস্যায় নিকটস্ত পুলিশের সহায়তা নিতে হবে। তাছাড়া যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে আরোহন না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //