দেশজুড়ে কোটাবিরোধী আন্দোলনে সৃষ্ট সহিংসতায় এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রবিবার (২৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী ১৪৭ জন নিহতের তথ্য জানিয়েছিলেন। আজ সেটা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে বলে মন্ত্রিসভায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া, মন্দির-গির্জা-প্যাগোডায় প্রার্থনা করা হবে।
এর আগে গতকাল রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সরকারিভাবে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে।’
সহিংসতায় কতজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ছাত্র কতজন এখনো বিস্তারিত জানা যায়নি। আরো যাচাই করে তথ্য জানানো হবে।
নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন সেটি নির্ধারণের কার্যক্রমও চলছে।’
গতকাল রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় আহত ১২৪ জন (৯ শিক্ষার্থীসহ) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে ১৫ জন আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। আহতদের মধ্যে আইসিইউতে থাকা ব্যক্তিরা এখন শঙ্কামুক্ত, এমনটি বলা যাচ্ছে না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh