সরকারি চাকুরিতে কোটা সংষ্কারের দাবিতে উদ্ভুত পরিস্থিতিতে নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার, আটককৃতদের মুক্তিসহ ৯ দফা দাবিতে আজ শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে বিক্ষোভ কমসূচি পালন করবে। এছাড়া আগামীকাল রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছেন তারা।
গতকাল শুক্রবার (২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মাহিন সরকারের পাঠানো এক বার্তায় এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়। উল্লেখিত এই বার্তা অন্য সমন্বয়কেরাও তাদের স্ব-স্ব ফেসবুক একাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে শেয়ার করেছেন।
ওই বার্তায় বলা হয়, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।
সেই সঙ্গে সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানায় ওই বার্তাতে।
এদিকে শুক্রবার (২ আগস্ট) সারাদেশে সব উপাসনালয়ে প্রার্থনা ও গণমিছিলে উত্তাল হয়ে ওঠে দেশ। দেশের বিভিন্ন জেলা থেকে পাঠানো সাম্প্রতিক দেশকালের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, রংপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কিশোরগঞ্জ, সিলেট, রাজশাহীসহ সারাদেশের বিভিন্ন জেলায় ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটলেও সারাদেশে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh