ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।
এসময় শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে চারটি গাছ রোপণ করেন চার উপদেষ্টা।
আজ শনিবার (১৭ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা জানানো উপদেষ্টারা হলেন- পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টা কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরী।
পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টা কার্যালয় সংযুক্ত আলী ইমাম মজুমদার বলেন, আমরা যারা নতুন চারজন উপদেষ্টা শপথ গ্রহণ করেছি, আগামীকাল কাজে যোগদান করবো। আমাদের সামনে বড় একটি চ্যালেঞ্জ বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার। আমরা এখানে আজকে এসেছিলাম আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। ৫২ থেকে ছাত্ররা আন্দোলন করে দেশের নতুন নতুন সূচনা ঘটিয়েছে, এবারের আন্দোলন সব আন্দোলনকে ছাপিয়ে গেছে। আর সেজন্যই আমাদের সামনে এখন বাংলাদেশকে পূর্ণ নির্মাণের বড় একটি চ্যালেঞ্জ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রথম পদক্ষেপ হবে দেশটাকে গতিশীল করা এবং জনগণের সঠিক সেবার নিশ্চিত করা।
সাভার গণপূর্ত বিভাগ জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নবনির্বাচিত চার উপদেষ্টা বিকেল ৫টা ২০ মিনিটের দিকে স্মৃতিসৌধে প্রবেশ করেন। তারা ৫টা ৩০ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছ রোপণ করেন। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে বিকাল ৫টা ৪০ মিনিটে চার উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
এসময় চার উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে, গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদেরকে শপথ পাঠ করান। এসময় বঙ্গভবনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই নবনির্বাচিত চার উপদেষ্টা শপথ নিয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh