পানিতে ভেসে গেল ৭১টি প্রাণ

অতি বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্টি বন্যায় মৃতের সংখ্যায় বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া প্রতিবেদনে আরও জানানো হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এই আকষ্মিক বন্যায় গতকাল মঙ্গলবার (০৩ সেপ্টে্বের) আরও চার জনের মৃত্যু হয়েছে। নতুন করে প্রাণহানির মধ্যে ফেনী ও কুমিল্লায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত কুমিল্লায় ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, ফেনীতে ২৮ জন, নোয়াখালীতে ৯ জন, কক্সবাজারে ৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজারে ও লক্ষ্মীপুরে ১ জন করে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৪৫ জন পুরুষ, ৭ জন নারী ও ১৯ জন শিশু রয়েছে।

এছাড়া ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারসহ ১১টি জেলার ৬৮টি উপজেলায় ৫ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার পানিবন্দি পড়েছে।

এছাড়া ১১টি জেলার ৫০৪টি পৌরসভা বা ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন।

এরই মধ্যে ৩ হাজার ৬১২টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮৫ হাজার ৯৯৬ জন আশ্রয় নিয়েছেন এবং ৩১ হাজার ২০৩টি গৃহপালিত পশু রাখা হয়েছে। বন্যাকবলিত এলাকায় মোট ৪৬৯টি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে।

বন্যাকবলিত জেলাগুলোতে এ পর্যন্ত ৪ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ, ২০ হাজার ৬৫০ টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার, অন্যান্য খাবার। শিশু খাদ্য ও গো-খাদ্য বাবদ ৩৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া কিছু মানুষ তাদের বাড়িতে ফিরতে শুরু করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh