ডিআইজিসহ ১১ পুলিশ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সাবেক ডিআইজি (চাকরিতে পুনর্বহাল) মো. আবদুল্লাহ আল মাহমুদকে পুলিশ সদর দপ্তরে ডিআইজি, পুলিশ সদর দপ্তরের সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরে ডিআইজি, নৌ পুলিশে সংযুক্তির আদেশপ্রাপ্ত ডিআইজি ইমতিয়াজ আহমেদকে হাইওয়ে পুলিশের ডিআইজি, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহকে খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. শহিদুল্লাহকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও পুলিশ সদর দপ্তরের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সুনন্দা রায়কে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে বদলি করা হয়েছে।

এছাড়া নৌ পুলিশের পুলিশ সুপার মো. আশিক সাঈদকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ শামসুল হককে সিআইডিতে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমানকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh