নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ এএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ পিএম
নির্যাতনে অভিযুক্ত কুড়িগ্রাম জেলা প্রশাসনের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিনকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ থেকে সরিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপপরিচালক পদে তাকে বদলি করা হয়েছে।
গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে তাকে স্ট্যান্ড রিলিজ করে অবিলম্বে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে যোগদানের আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কর্মজীবনের প্রতিটি স্টেশনেই সেবাপ্রার্থী সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, মারধর, বাড়িঘর ভাঙচুর এবং নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিশেষ করে ব্যক্তিমালিকানার জমিকে খাস দেখিয়ে সরকারি বরাদ্দের নামে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা।
এর আগে কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন আর কক্সবাজারে এক বৃদ্ধকে লাঞ্ছিত করার অভিযোগে সমালোচিত হন তিনি। নানা অভিযোগে তার বিরুদ্ধে চলছে বিভাগীয় মামলা।
শনিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাউছার হামিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কুড়িগ্রামের এক সাংবাদিককে মারধরের ঘটনায় তৎকালীন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজিম উদ্দিনকে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়।
উল্লেখ্য, কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের নামে জেলা প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ মধ্যরাতে (১৪ মার্চ) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে বাড়ি থেকে মারধর করে তুলে নিয়ে যায় জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা।
এরপর তাকে ক্রসফায়ারে দেয়ার হুমকি দিয়ে জেলা প্রশাসনে নিয়ে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন করা হয়। পরে তার কাছে আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে এক বছরের কারাদণ্ড দিয়ে মধ্যরাতেই জেলা হাজতে পাঠানো হয়।
এ ঘটনা গণমাধ্যমগুলো তুলে ধরলে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় পরদিন ঘটনাস্থলে যান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা। তার প্রতিবেদনের ওপর ভিত্তি করে জেলা প্রশাসক সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এনডিসি এসএম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইউএনও নাজিম উদ্দিন প্রত্যাহার সাংবাদিক নির্যাতন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh