দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এক্ষেত্রে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা কমিটি গঠনের যে উদ্যোগ নিয়েছেন সেটি ইতিবাচক। একইসাথে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রয়োজন বলেও জানান অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, বিচার বিভাগ সংস্কার এমন হওয়া উচিত যাতে সার্বভৌমভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে বিচার বিভাগ।
উল্লেখ্য, রাষ্ট্র সংস্কারে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে এই কমিশনগুলি পরিচালনা করার দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh