পাহাড়ে শান্তি বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান ২৩৩ বিশিষ্ট নাগরিকের

পাহাড়ে শান্তি বজায় রাখাসহ সম্প্রতি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন ২৩৩ বিশিষ্ট নাগরিক। আজ বুধবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

বিবৃতি তারা বলেন,  বিভিন্ন জাতীয় দৈনিক ও সম্প্রচার মাধ্যমের প্রতিবেদন, প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে আমরা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় সম্প্রতি সংঘটিত একের পর এক সাম্প্রদায়িক সংঘাতের ভয়াবহ ঘটনাগুলো সম্পর্কে অবগত হয়েছি। আমরা জেনেছি যে বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সংঘাতে চারজন পাহাড়ি অধিবাসী নিহত হয়েছেন এবং তাদের প্রায় দুই শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও বৌদ্ধ মন্দির ভস্মীভূত হয়েছে।

তার বলেন, আমরা নিম্নোক্ত ২৩৩ জন লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিক, অধিকারকর্মীসহ বিভিন্ন পেশাজীবী নাগরিক পাহাড়ে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে, এবং ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি, দোকানপাট ও অন্যান্য স্থাপনা মেরামতের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। আমরা একইসাথে পিটিয়ে মানুষ হত্যার মত ঘটনা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহবান জানাই।

বিবৃতিদাতারা হলেন- লেখক ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, লেখক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ, কবি প্রাবন্ধিক ওমর শামস, লেখক অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রাক্তন উপাচার্য অধ্যাপক ফয়েজ সিরাজুল হক, কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ, লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান, লেখক অধ্যাপক আজফার হোসেন, সাংবাদিক-লেখক নূরুল কবীর, লেখক-নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, আলোকচিত্রী শহিদুল আলম, কবি-শিল্পী মোস্তফা জামান, লেখক-সাংবাদিক সায়দিয়া গুলরুখ, লেখক-অধ্যাপক রায়হান রাইন, লেখক-অধ্যাপক মোহাম্মদ আজম, লেখক-রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, অধ্যাপক মাসুদ মাহমুদ, নাট্যকলা শিক্ষক বিপ্লব বালা, কবি-প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, অধ্যাপক আহমেদ রেজা, কবি-প্রাবন্ধিক সুব্রত অগাস্টিন গোমেজ, লেখক নিশাত জাহান রানা, লেখক-অধ্যাপক হেলাল মহিউদ্দীন, লেখক-অনুবাদক জি এইচ হাবীব, লেখক-অধ্যাপক জগলুল আসাদ, চলচ্চিত্রকার-অধ্যাপক নাঈম মোহায়মেন, লেখক-অনুবাদক পারভীন ইলিয়াস, কবি শামসেত তাবরেজী, কবি-প্রাবন্ধিক আহমেদ স্বপন মাহমুদ, সাংবাদিক মুস্তাফিজুর রহমান, কবি-প্রাবন্ধিক চঞ্চল আশরাফ, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, কথাসাহিত্যিক আফসানা বেগম, কথাসাহিত্যিক মাসকাওয়াথ আহসান, গবেষক ও নৃবিজ্ঞানী নাসরিন খন্দকার, লেখক-অধ্যাপক ফায়েজা হাসানাত, সংগীতশিল্পী-লেখক মাহমুদুজ্জামান বাবু, লেখক-অধ্যাপক সৌভিক রেজা, লেখক-অধ্যাপক সাবিহা হক, কবি-প্রাবন্ধিক কুমার চক্রবর্তী, লেখক-গবেষক গওহার নঈম ওয়ারা, কবি মজনু শাহ, চলচ্চিত্রকার জাহিদুর রহিম অঞ্জন, কবি-প্রাবন্ধিক মঈন চৌধুরী, লেখক-অধ্যাপক সিরাজ সালেকীন, কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, কবি ত্রিস্তান আনন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, শিল্পী-সংগঠক মনন মোর্শেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা, শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান, শিরোনামহীন ব্যান্ডের সদস্য কাজী আহমেদ শাফিন, শিক্ষক মনিরা শরমিন, শিক্ষক তাহমিনা হক, অধ্যাপক মোস্তফা সারওয়ার, চলচ্চিত্রকার আকরাম খান, চলচ্চিত্রকার-লেখক নূরুল আলম আতিক, লেখক-গবেষক অধ্যাপক মোরশেদ শফিউল হাসান, লেখক-সাংবাদিক আফসান চৌধুরী, কবি-তথ্য প্রযুক্তিবিদ ফখরুজ জামান, কবি সাখাওয়াত টিপু, চিত্রশিল্পী মাহমুদুর রহমান দীপন, কবি টোকন ঠাকুর, কবি লালন নূর, লেখক-অনুবাদক রওশন জামিল চৌধুরী, লেখক-অনুবাদক দিলওয়ার হাসান, কবি সোহেল হাসান গালিব, লেখক-চলচ্চিত্রকার প্রসূন রহমান, স্থপতি-চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন, লেখক-অধ্যাপক খোরশেদ আলম, অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী, লেখক-শিক্ষক শাহমান মৈশান, কবি মারুফ রায়হান, চলচ্চিত্রকার অং রাখাইন, চলচ্চিত্রকার খিজির হায়াত খান, চলচ্চিত্রকার মেজবাউর রহমান সুমন, সাংবাদিক আহম্মদ ফয়েজ, লেখক-কিউরেটর শর্মিলি রহমান, সাবেক ভিপি শামসুন নাহার হল সংসদ শেখ তাসনিম আফরোজ ইমি, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক উমামা  ফাতেমা, লেখক-অনুবাদক শাহরোজা নাহরিন, পিএইচডি ক্যান্ডিডেট, ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় পার্বতী রায়, লেখক-সংগঠক নাহিদ হাসান, কথাসাহিত্যিক জাকির তালুকদার, কথাসাহিত্যিক জিয়া হাশান, কবি-অধ্যাপক খালেদ হোসাইন, নাট্যসংগঠক তৌফিকুল ইমন, লেখক-নাট্যনির্মাতা মাতিয়া বানু শুকু, অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ, কবি শাহীন মোমতাজ, কথাসাহিত্যিক রাশিদা সুলতানা, কথাসাহিত্যিক কাজী রাফি, লেখক-শিক্ষক তৈয়ব হুসাইন, অধ্যাপক স্বাধীন সেন, লেখক-অধ্যাপক আবুল ফজল, কবি-শিক্ষক রুমীয়া রুমী, কবি-অনুবাদক লায়লা ফারজানা, কবি সাইয়েদ জামিল, সংগঠক অমল আকাশ, কবি-সাংবাদিক শিমুল সালাহ্উদ্দিন, কবি তানিম কবির, অভিনয়শিল্পী শাহানা সুমি, চলচ্চিত্রকার সারা আফরীন, কবি-সম্পাদক চিনু কবীর, চলচ্চিত্রকর্মি জুয়েনা ফেরদৌস মিতুল, কবি-সাংবাদিক সাদাত সায়েম, কথাসাহিত্যিক আখতার ফারুক, কবি আশীক রহমান, কবি আহমেদ মওদুদ, কথাসাহিত্যিক ফজলুল কবিরী, আবৃত্তিকার শারমিন লাকী, লেখক আনোয়ারা আল্পনা, সঙ্গীতশিল্পী রেহান রাসুল, কথাসাহিত্যিক বর্ণালী সাহা, কথাসাহিত্যিক সুহান রিজওয়ান, লেখক-অধ্যাপক মাসুদ পারভেজ, সাংবাদিক মনোয়ারুল ইসলাম, কবি হিজল জোবায়ের, কবি মিছিল খন্দকার, লেখক-গবেষক পাভেল পার্থ, কবি হাসান রনি, লেখক জান্নাতুন নাহার তন্দ্রা, চিত্রনাট্যকার-চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি, অভিনয়শিল্পী নাঈমা তাসনিম, কবি রুহুল মাহফুজ জয়, চলচ্চিত্রকার খন্দকার সুমন, কবি শাহেদ কায়েস, কবি ফিরোজ এহতেশাম, লেখক-চিন্তক রেজাউল করিম রনি, কবি-সাংবাদিক জাহিদ সোহাগ, কবি-প্রাবন্ধিক উপল বরুয়া, কবি সালেহীন শিপ্রা, কবি কাউকাব সাদী, কবি রোজেন হাসান, লেখক জব্বার আল নাঈম, লেখক রাসেল রায়হান, লেখক-অনুবাদক আলমগীর মোহাম্মদ, কবি রনক জামান, চলচ্চিত্রকার ধ্রুব হাসান, কবি-গীতিকার সোমেশ্বর অলি, আলোকচিত্রী জান্নাতুল মাওয়া, কবি ওয়াসিফা জাফর অদ্রি, কবি-অনুবাদক রণজিৎ দাশ, লেখক-অনুবাদক জাভেদ হুসেন, কবি সায়মা হাবীব, কবি অপু ইব্রাহীম, কবি পলিয়ার ওয়াহিদ, আইনজীবী রায়হান কবীর, লেখক-সাংবাদিক অলকানন্দা রায়, কবি জাবেদ হোসেন জিদান, চলচ্চিত্রকর্মী রুমকী রুসা, কবি ওয়াহিদ রোকন, শিক্ষক নাফিদা নওরীন, প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল, কবি জহির রিপন, কবি মাসিয়াত জাহিন, কবি সানজিদা আমীর ইনিসী, লেখক-সাংবাদিক কামরুল আহসান, কবি আদনান আলী, চলচ্চিত্রকার জায়েদ সিদ্দিকী, লেখক নাহিদা আশরাফী, লেখক-চিন্তক জাহিদ জগৎ, চিত্রশিল্পী অনিন্দ্য নাহার হাবীব, কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন, কবি তানিম জাবের, কবি বিধান সাহা, লেখক-গবেষক কায়সুল খান, লেখক-অধ্যাপক মহীবুল আজিজ, সঙ্গীতশিল্পী সানী জুবায়ের, নাট্যকর্মী হুমায়ুন আজম রেওয়াজ, গীতিকার-লেখক শেখ রানা, কবি-সাংবাদিক সাঈদ জুবেরী, সাংবাদিক রাজীব কান্তি রায়, নাট্যনির্মাতা ওয়াহিদ বিন সিরাজ, লেখক-শিক্ষক হাসিব উল ইসলাম, লেখক মাহরীন ফেরদৌস, শিক্ষক-লেখক শিবলী নোমান, লেখক-প্রকাশক দীপক কুমার রায়, কবি বায়েজিদ বোস্তামী, কবি পলাশ করীম, লেখক-অনুবাদক নাদিরা ভাবনা, কবি মারজানা আফরিন বাঁধন, কবি মোস্তাক আহমদ, সাংবাদিক মহরম পাঠান, লেখক-অনুবাদক আসিফ কিশোর, কবি নুরেন দূর্দানী, লেখক আহমেদ ইশতিয়াক, কবি অনুভব আহমেদ, কবি অদ্বিত অদ্রি অনন্ত, কবি মিসবাহ জামিল, কবি জারিফ আলম, চলচ্চিত্রনির্মাতা শ্যামল শিশির, গবেষক-অনুবাদক সৌমিক ইসলাম ধ্রুব, কবি-ডাক্তার সাজ্জাদ সাঈফ সরকার, লেখক-অভিনয়শিল্পী বন্যা মির্জা, গবেষক টিনা নন্দী, লেখক জারিন তাসনিম, কবি সোহেল আরমান, কবি-অনুবাদক শাফিনূর শাফিন, সাংবাদিক আসিফ শওকত কল্লোল, লেখক মাজহার জীবন, ভাস্কর সৈয়দ মামুন রশিদ, কবি-শিক্ষক চরু হক, লেখক পিওনা আফরোজ, কবি-সাংবাদিক নুসরাত নুসিন, লেখক আনিফ রুবেদ, কবি ইমরান আল হাদী, সম্পাদক-প্রকাশক একেএম আতিকুজ্জামান, সাংবাদিক রাশেদ আহমেদ,পেন্ডুলাম প্রকাশক রুম্মান তার্শফিক, লেখক-সাংবাদিক অলাত এহ্সান, কবি আল নোমান, লেখক-গবেষক সায়রাত সালেকিন, কথাসাহিত্যিক আশরাফ জুয়েল, দৃশ্যশিল্পী-শিল্প সমালোচক বজলুর রশিদ শাওন, শিল্পী আ আরীফ শাহীন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, লেখক-সাংবাদিক রীতা ভৌমিক, স্থপতি-শিক্ষক সুজাউল ইসলাম খান, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম সভাপতি জহিরুল ইসলাম কচি, শিক্ষক-শিল্পী ধীমান সরকার, নির্মাতা-নারীঅধিকার কর্মী ঋতু সাত্তার, উদ্যোক্তা সৈয়দ মোহাম্মদ আলী, দৃশ্যশিল্পী ও শিল্প সংগঠক মঞ্জুর আহামদ, শিক্ষক দীপ্তি দত্ত, কিউরেটর তানজিম ওয়াহাব, শিল্পী-সংগঠক বীথি ঘোষ, কথাসাহিত্যিক মাহবুব ময়ূখ রিশাদ, কথাসাহিত্যিক আনিসুর রহমান ও শিল্পী-কিউরেটর কাজি তাহ্সিন আগাজ অপূর্ব। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh