স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ রবিবার (৬ অক্টোবর) রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাঁকে কোন অভিযোগে আটক করা হয়েছে, তা তিনি জানাননি।
আমিনুল ইসলাম খান ২০২২ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পালন করেছেন।
এর আগে গত সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় এক কিশোর নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh