জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জাতীয় জাদুঘরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
আজ বুধবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আতাউর রহমানকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (গ্রেড-১) করা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আলীম আখতার খানকে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জাতীয় জাদুঘর মহাপরিচালক মো. আতাউর রহমান মো. আলীম আখতার খান
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh