পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে নাশকতার আশঙ্কা ছিল, বাস্তবে তা নেই। শান্তিপূর্ণভাবেই এ বছর পূজা উদযাপিত হচ্ছে। তবে পূজার পর আমরা ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ও ট্রাফিক ব্যবস্থাপনাগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করবো।
আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু ঘটনায় তথ্য আমরা জেনেছি। ঘটনা যত ছোটই হোক না কেন, যেখানেই ঘটছে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ময়নুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে, সেগুলো ফ্যাক্টচেক করে দেখা গেছে, এর বেশিরভাগ তথ্যই গুজব। যেখানেই গুজব ছড়ানো হবে তাদের বিরুদ্ধে তথ্য দিলেই আমরা ব্যবস্থা নেবো।’
তিনি বলেন, ‘যারা অপতৎপরতা চালাতে চায়, তারা মুষ্টিমেয়। আমরা যদি একতাবদ্ধ থাকি, এই সংখ্যা কোনও সংখ্যাই না। শুক্রবারের ঘটনাই তার প্রমাণ। আমরা কিন্তু তাদের ধরেছি এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোও অপরাধ করলে, তাদের পার পাওয়ার কোন সুযোগ নেই।’
পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘আমরা পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ও ট্রাফিক ব্যবস্থাপনাগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করবো। মাঝে মাঝে আপনাদের যে শঙ্কা তৈরি হয় এবং আমাদের কাছে যে অভিযোগ আসে আমরা সেগুলোকে আমলে নিতে চাই। আমরা যেন আইনশৃঙ্খলা অবনতির ঘটনাগুলো প্রতিহত করতে পারি।’
চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ সব অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করে আইজিপি বলেন, ‘কোন সংবাদ যদি সেনসেটিভ মনে হয়, তবে সে বিষয়ে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। সেটা হয় সোশ্যাল মিডিয়ায় জানছেন অথবা অন্যভাবে জানছেন সেটা আমাদের জানান। আপনার পরিচয় গোপন করে জানান। সন্ত্রাসী কার্যকলাপ অথবা চাঁদাবাজি যেটাই হোক না কেন, দেখেন আমরা ব্যবস্থা নেই কিনা। আমরা আপনাদের পাশে আছি, সবার পাশে আছি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh