ডিএমপির আরও ৯ ডিসি ও ৪ এসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার ৯ জন এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল সোমবার (১৪ অক্টোবর) ডিএমপি কমিশনার মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এই পদায়ন করা হয়।

ডিসি আ স ম শামসুর রহমান ভূইয়াকে গোয়েন্দা রমনা–মতিঝিলে, ড. হুমায়রা পারভীনকে সদরদপ্তরে সংযুক্ত, সালমা সৈয়দ পলিকে ইউমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক লালবাগ–রমনায়, রেজাউল করিমকে পিএমও পশ্চিমে, তারেক জুবায়েরকে প্রসিকিউশনে, আব্দুল আউয়ালকে গোয়েন্দা লালবাগ–ওয়ারীতে, সারোয়ার জাহানকে সদরদপ্তরে সংযুক্ত ও মাসুদ আলমকে রমনা বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া এসি জুনায়েদ জাহেদীকে ট্রাফিক গুলশানে, নজরুল ইসলামকে গোয়েন্দা গুলশানে, আরিফুর রহমান রনিকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসে ও আশফাক আহমেদকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh