স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) আজিজ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিদেশে অর্থ পাচার এবং বিভিন্ন দেশে ব্যবসা ও বাড়ি কেনার অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।
জেনারেল (অব.) আজিজ আহমেদ ২০১২ সাল থেকে চার বছর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেতৃত্ব দেন। তার দুই ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতার অভিযোগও রয়েছে। ওই ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর তার দুই ভাই হারিস ও জোসেফের চারটি ভুয়া এনআইডি বাতিল করে নির্বাচন কমিশন।
২০২১ সালের ২৩ জুন অবসরে যান আজিজ আহমেদ। এর প্রায় তিন বছর পর দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক এই সেনাপ্রধান ছাড়াও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh