নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পিএম
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। যেখানে পাশের দেশ শিক্ষার হাব তৈরি করেছে, সেখানে আমাদের ছেলে-মেয়েরা অন্য দেশে পড়তে যাচ্ছে। এতে করে দেশের ফরেন কারেন্সিও নষ্ট হচ্ছে।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘কোন পথে শিক্ষাব্যবস্থা ও শিক্ষাক্রম সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে এডুকেশন টাইমস।
ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে বিভিন্ন কমিশন গঠন হলেও কোনো শিক্ষা কমিশন গঠন হয়নি, যা দুঃখজনক। অথচ আমরা একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন আশা করেছিলাম। স্বাধীনতা পরবর্তী সময়ে বেশ কয়েকবার শিক্ষা কমিশন গঠন করা হলেও তা সুফল বয়ে আনতে পারেনি। আমরা চাই, এই দফায় একটি শিক্ষা কমিশন গঠন হবে যারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে শিক্ষা সংস্কারে কাজ করবে।
সাবেক প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষা-খাতকে ঢেলে সাজানোর মতো শিক্ষক রয়েছেন। কিন্তু সেই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।
তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের বাজেট তৈরি করে ইউজিসিতে পাঠানো হয়, সে বাজেট সরকারের কাছে পাঠানো হয়। তারপর সরকার সে বাজেট বিশ্ববিদ্যালয়ে পাঠায়।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, উদাহরণস্বরূপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়, সেখানকার ভিসি একটি বাজেট তৈরি করে থাকেন। কিন্তু সে বাজেটে কি যথাযথ প্রয়োজনীয়তা প্রতিফলিত হয়? যদি একটি ডিবেটের মাধ্যমে, ছাত্র সংসদের মতামতসহ বাজেট তৈরি করা হতো তাহলে তাতে যথেষ্ট স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকত। এতে শিক্ষার্থীরাও বুঝত যে তার পেছনে সরকার কত টাকা খরচ করছে, তেমনি শিক্ষকরাও রাজনৈতিক ছায়ার ভেতরে থাকতে পারবেন না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : দেশের শিক্ষাব্যবস্থা শিক্ষাব্যবস্থা পুরোপুরি ধ্বংস শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন কোন পথে শিক্ষাব্যবস্থা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh