স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ হাসিনার ছবি, যা বলছে মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদায়ী সরকারপ্রধান শেখ হাসিনার ছবি নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে ‘নিয়মতান্ত্রিক’ বলে আখ্যা দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টার বাম পাশের উপরের দিকের দেয়ালে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, এরপর আসাদুজ্জামান খান কামাল এবং এরপর শেখ হাসিনার ছবি রয়েছে। পরে সারিবদ্ধভাবে অন্য সাবেক মন্ত্রীদের ছবি ও মেয়াদকাল রয়েছে।

২০১৩ সালের ২২ নভেম্বর থেকে ২০১৫ সালের ১৪ জুলাই পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এ কারণে তার ছবি সভা কক্ষে রয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ে।

‘সাধারণ আলেম সমাজ’ নামের একটি ফেসবুক পেজে আজকের ব্রিফিংয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে বলা হয়, ‘তারা হাতে হাত রাখলে, আমরা কাঁধে কাঁধ মেলাব...’। পোস্টকার্ডের শিরোনামে বলা হয়, ‘এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শোভা পাচ্ছে পলাতক স্বৈরাচার হাসিনার ছবি।’ সেখানে মন্তব্যের ঘরে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (পিআরও) ফয়সল হাসান বলেন, ‘সভাকক্ষে একপাশে সাবেক মন্ত্রীদের এবং বর্তমান উপদেষ্টার ছবি রয়েছে। অন্যপাশে রয়েছে সাবেকসহ বর্তমান সচিবের ছবি, নাম ও সময়কাল। এটি নিয়মতান্ত্রিক একটি বিষয়।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh