ডিএমপির চার কর্মকর্তার পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে ররি ও সোমবার কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষরিত পৃথক আদেশে এই পদায়ন করা হয়। 

আদেশে বলা হয়, গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহজাহান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপকমিশনার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার মো. ইলিয়াস কবিরকে গোয়েন্দা রমনা বিভাগে ও সহকারী কমিশনার দেলোয়ার হোসেন খানকে ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh