নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শুধুমাত্র নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি এবং অর্ধলক্ষ মানুষ রক্ত দেয়নি। সুষ্ঠু সংস্কারের জন্য যে সিস্টেমগুলো প্রয়োজন, সেগুলোর সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত।
আজ শনিবার (৯ নভেম্বর) সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় সংবিধান সংস্কারের প্রশ্নে সারজিস আলম বলেন, ‘যে সংবিধান এদেশের মানুষকে ৫ বছরের জন্য জনতার সরকার উপহার দিতে পারেনি সে সংবিধানের সংস্কার করতে হবে।’
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে সবচেয়ে ব্যর্থ প্রতিষ্ঠান ছিল নির্বাচন কমিশন। অন্তবর্তী সরকারকে নির্বাচন কমিশনের যৌক্তিক সংস্কার করতে হবে।
হাইকোর্টে এখনও ফ্যাসিস্ট সরকারের দোসররা বসে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘হাইকোর্টে ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন পদ দখল করে আছে। ফ্যাসিস্ট সরকারের সময়ে তারা যোগ্যতা নয় তোষামোদি করে সেসব পদ দখল করেছে।’
এর আগে সকাল দশটায় জেলা প্রশাসন কার্যালয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গণঅভ্যুত্থানে নিহত ১৮ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এতে ১৮ টি পরিবারকে ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাইবুব স্নিগ্ধ সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সারজিস মানুষ জীবন দেয়নি সমন্বয়ক সারজিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh