দুই মাসে ৭ হাজার ৪২৭ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসে (৮ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত) ৪৪ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (টিজিটিডিসিএল)। এতে দিনে প্রায় ২৬ লাখ টাকার গ্যাস সাশ্রয় হয়েছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) তিতাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত সেপ্টেম্বর থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার (১২ নভেম্বর) কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি শিল্প, ৫টি বাণিজ্যিক ও ৫১টি আবাসিক গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত ১০৩টি শিল্প, ৬১টি বাণিজ্যিক, ৭২৬৩টি আবাসিকসহ মোট ৭ হাজার ৪২৭টি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান। অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh