স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমলাতন্ত্র সবসময় জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলতো। কিন্তু তারা জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন। মাঠ প্রশাসন ও সরকারের সাথে জনগণের এই দূরত্ব কমিয়ে আনতে কাজ করব।
আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, সরকারি কর্মকর্তারা প্রভুত্বমূলক জায়গায় না থেকে জনগণের পাশে দাড়িয়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান করবে বলে আশা করছি। যাতে সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না, এমন অভিযোগ যাতে কেউ না করতে পারেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের সবগুলো স্টেডিয়ামই প্রায় অকেজো। স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে বিসিবি থেকে তালিকাও নেয়া হয়েছে। নতুন স্টেডিয়াম নির্মাণের চেয়ে পুরনোগুলো সংস্কারের দিকে বেশি নজর দেয়া হবে।
এ সময় উপদেষ্টা মাহফুজ আলম, বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম আখন্দ, কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া টাঙ্গাইল
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh