অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- মো. আরিফুল ইসলাম, মো. ইমরান হোসেন ও মো. ইয়ামিন মোল্লা। ২০২২ সালের ২ জানুয়ারি তপুর চাচা দারুসসালাম থানায় তপু নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি করেন। জিডির পর অপহরণকারীরা ভিকটিমের মুক্তির জন্য তার (চাচা) কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এরপর তিনি দারুস সালাম থানায় আবার একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর বিভাগের জোনাল টিম।
মামলার এজাহার থেকে জানা যায়, অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিক্ষার্থী নুরুল আমিন তপুকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তাবন্দী করে জহুরাবাদের বেড়িবাঁধে ফেলে দেয়ার ঘটনা ঘটে ২০২২ সালের ২ জানুয়ারি। এ ঘটনায় দারুস সালাম থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার করা হয় তিন আসামিকে। তাদের সঙ্গে নিয়ে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামিরা ভুক্তভোগীর বন্ধু বলেও জানা গেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh