ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় চালু হওয়া ‘গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টি’র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়েছে। ব্রাজিলের সভাপতিত্বে গত ১৮ নভেম্বর রিও ডি জেনেরিও’তে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে এই জোটের সূচনা হয়। উদ্বোধনী সদস্য হিসেবে জোটটির মর্যাদাপূর্ণ বোর্ড অব চ্যাম্পিয়ন্সে জায়গা পেয়েছে বাংলাদেশ।
ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৫ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জি-২০ সোশ্যাল সামিটে ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরে একটি অনুপ্রেরণামূলক ভিডিও ভাষণে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভিডিও বার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈশ্বিক অভীষ্ট অর্জনের লক্ষ্যে তার ‘ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’র দৃষ্টিভঙ্গি বর্ণনা করেন। দেশ, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওসহ ১৪৮ সদস্যের এই যুগান্তকারী জোট ২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য দূর করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছে।
আর্থিক সহায়তা ও স্কুলের খাবার কর্মসূচির মতো প্রমাণিত কৌশলগুলোর ওপর আস্থাশীল জোটটি বিশ্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও মানব মর্যাদা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। এই জোটে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তার জোরালো কূটনীতি ও অটল অঙ্গীকারের প্রমাণ।
এর আগে, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ ২০২৪ সালের ১১-১২ অক্টোবর ব্রাসিলিয়াতে নারী ক্ষমতায়ন বিষয়ক জি-২০ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তার অংশগ্রহণ লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক নীতি উন্নয়নে বাংলাদেশের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।
২০২৪ সালের জি-২০ সভাপতি রাষ্ট্র ব্রাজিল এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশকেই নারী ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ওয়ার্কিং গ্রুপে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। এছাড়াও ব্রাজিল প্রভাবশালী জি-২০ ফোরামের অধীনে দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে টাস্ক ফোর্সে যোগদান করার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়।
জি-২০ কাঠামোর অধীনে দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে এ টাস্কফোর্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি বৈষম্য হ্রাস ও টেকসই অংশীদারত্ব গড়ে তুলতে বৈশ্বিক কৌশল গঠনে দেশটির ভূমিকাকে আরও জোরালো করে তোলে।
বোর্ড অফ চ্যাম্পিয়নস-এর সদস্য হিসেবে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য দূর করার লক্ষ্যে এ বৈশ্বিক জোটের রূপান্তরমূলক লক্ষ্যগুলোর নেতৃত্ব ও বাস্তবায়নের জন্য একটি কৌশলগত প্ল্যাটফরম অর্জন করেছে।
ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস এই প্রক্রিয়ায় ও জি-২০ কাঠামোর মধ্যে বাংলাদেশের অর্জনের স্বীকৃতি নিশ্চিত করে, দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে উন্নীত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে এই বৈশ্বিক জোটের গুরুত্বপূর্ণ স্বীকৃতি, বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাব ও সংকটময় বৈশ্বিক সমস্যা মোকাবিলায় তার অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। এ বৈশ্বিক জোটের নেতৃত্বে টেকসই সমাধান ও উন্নয়নের জন্য বাংলাদেশ কার্যকর বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh