সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।

আজ বুধবার (২৭ নভেম্বর) এ বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে এ তথ্য জানান।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে নেতারা বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা সারা দেশে সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি ঘটানোর এক গভীর  চক্রান্ত।

বিবৃতিতে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানে ভারতের মদদপুষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদ হওয়ার পরে সাম্রাজ্যবাদী ভারত অব্যাহতভাবে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা নিয়ে মিথ্যা ও ভুয়া সংবাদ ছড়িয়ে দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি সক্রিয় করে চলেছে।

বিবৃতিতে নেতারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা উচ্ছেদ হয়ে বাংলাদেশের ওপর ভারতের নিয়ন্ত্রণ উচ্ছেদ হওয়ায় সাম্রাজ্যবাদী ভারত অস্থির হয়ে পড়েছে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ভারতীয় কর্তৃপক্ষ ফ্যাসিস্ট আওয়ামী লীগ-ছাত্রলীগ এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একশ্রেণীর মতলববাজ নেতাদের মাধ্যমে তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশের সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় অংশ তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামসহ সারাদেশে ভারতের ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী বিজেপির জয় শ্রীরাম শ্লোগান তুলে মতলববাজ হিন্দুত্ববাদী নেতারা এখন বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির পায়তারা চালাচ্ছে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির এক উস্কানি। 

বিবৃতিতে নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সকল গণতান্ত্রিক সংগঠন ও শক্তিসমূহকে ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদী ভারতের চক্রান্ত চূর্ণ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে সাম্রাজ্যবাদী ভারতের সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির ফাঁদে পা না দিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh