মাদ্রাসা শিক্ষকদের নভেম্বরের বেতনের চেক ছাড়

মাস শেষ হওয়ার আগেই মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের চেক ছাড় হয়েছে। আগামী ১ ডিসেম্বর শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। 

আজ বুধবার (২৭ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত চার মাস ধরে মাসের শুরুতে বেতন ভাতা দিচ্ছে মাদ্রাসা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ৪টি চেক ২৭ নভেম্বর হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে নভেম্বর মাসের বেতন-ভাতাদি উত্তোলন করতে পারবেন।

প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনও নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। 

এমপিও মূলত মাসিক বেতন আদেশ- যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন প্রতিষ্ঠানের বদলে সরকার পরিশোধ করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh