বাংলাদেশের কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে নেদারল্যান্ড সরকার কাজ করে না মন্তব্য করে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স বলেছেন, নেদারল্যান্ড বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করে এবং বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আগামীতেও কাজ করে যাবে।
আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের একটি আবাসিক হোটেল মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। নেদারল্যান্ডসের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের এ মতবিনিময় সভা আয়োজন করে।
রাষ্ট্রদূত আরও বলেন, গত ৫০ বছরেরও বেশি সময় নেদারল্যান্ডস সরকার বাংলাদেশের উন্নয়নের অংশীদার। নেদারল্যান্ডস বাংলাদেশের সবকিছুর সমঅধিকার নিয়ে কাজ করে যাবে। যেভাবে পূর্বে কাজ করে এসেছে সেইভাবে কাজ করে যাবে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ অনেক সোনালী অতীত রয়েছে। সে সকল অতীতকে ধরে রাখতে হবে এবং সোনালী অতীতের গর্বকে ধারণ করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ নতুন একটা সময় পার করছে, সেই নতুন সময়ের দায়িত্ববোধ সাংবাদিকদেরও আছে। সেই দায়িত্ব থেকে সাংবাদিকদেরও সমাজ গড়তে ভূমিকা নিতে হবে।
মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh