উচ্চ আদালত থেকে জামিন পেয়েও এখনও কারাগার থেকে মুক্তি পাননি স্ত্রী মাহমুদা খানম মিতু খুনে বাদী থেকে আসামি বনে যাওয়া আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার।
গতকাল রবিবার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল তার।
জামিন-সংক্রান্ত কাগজপত্র বিকেল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের হাতে আসে। কারা কর্তৃপক্ষ জানায়, জামিননামা পৌঁছানোর আগেই কারাগারের বন্দিদের তালাবদ্ধ করা হয়ে যায়। তাই, জামিননামাটি এখনও যাচাইবাছাই চলছে। নথি যাচাই-বাছাই শেষে তিনি মুক্তি পাবেন।
ফলে আজ সোমবার (২ ডিসেম্বর) তিনি মুক্তি পাবেন বলে কারা কর্তৃপক্ষ তার আইনজীবীকে জানিয়েছেন।
এদিকে, আসামির শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন এই জামিননামা স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। স্ত্রী হত্যা মামলায় বুধবার অন্তর্বর্তী জামিন পান বাবুল।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন বাবুলের স্ত্রী মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পিবিআইয়ের তদন্ত ও শ্বশুরের করা মামলায় বাবুল’সহ ৮ জনকে আসামি করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh