নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই-কমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করা। একইসঙ্গে ভারতের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিত করা, আন্তঃ নদীর পানির সুষম বণ্টনের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, ফেলানীসহ সীমান্তে নিহতদের হত্যার বিচারের ব্যবস্থা করা এবং ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণ করা।
এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় সেখানে কনস্যুলার সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীন এ ঘোষণা দেন।
তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা-জনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাই-কমিশন, আগরতলার সব প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ রাখা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : হাসনাত আবদুল্লাহ ভারত ইস্যু আগরতলা সহকারী হাই-কমিশন অন্তর্বর্তী সরকার বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh