জুলাই-আগস্টে শত্রু মোকাবিলায় সৃষ্টি হওয়া ঐক্যের কোথাও কোনো চিড় ধরেনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য আজ বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে চলা সংলাপে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘জুলাই-আগস্টে যে ঐক্য নিয়ে আমরা শত্রুর মোকাবিলা করেছি, যেভাবে ছাত্র-জনতা গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই ঐক্যে কোথাও কোনো চিড় বা ফাটল ধরেনি। এই কথাটা বিশ্ববাসীকে জানাতেই এখানে ডেকেছি আপনাদের।’
তিনি আরও বলেন, ‘আমরা দুর্বলতা থেকে এখানে আসি নাই। স্বৈরাচারকে বিদায়ের পর, জাতি এখনও সজাগ ও মজবুত রয়েছে। এই কথাটাই সবাইকে জানাতে চাই।’
বাংলাদেশ ঠান্ডা হয়নি দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আগে পুলিশ মারতে গেলে চারজন দাঁড়িয়ে যেত, এখন ৪০ জন দাঁড়িয়ে যাবে। যে যত ষড়যন্ত্রই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নেয়া সম্ভব নয়। আমরা শক্তিমান জাতি, আমরা লড়াই করবো।’
ড. ইউনূস বলেন, ‘শুধু হাস্যকর যেসব প্রচেষ্টা চলছে, সেগুলো তুলে ধরতে এখানে ডেকেছি। জনগণকে জানিয়ে দিলাম, জাতির ঐক্য অটুট আছে। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার ঐক্যে কোনো চিড় ধরেনি বিএনপি-জামায়াত সংলাপ স্বৈরাচারকে বিদায়ের
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh