পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সোলেমান খানকে জনস্বার্থ বিবেচনায় সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জামিলা শবনমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যেহেতু পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সোলেমান খানের (৫৭১৮) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে। সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, তিনি বিধি অনুযায়ী অবসর-জনিত সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh