বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা এমআরপি পাসপোর্টের নানা সমস্যায় ভুগছেন। আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আজ বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুকে পেজে একটি ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।
ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, গতকাল (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের একটা মিটিং ছিল। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমি ছিলাম। সেখানে আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের সবাই ছিলেন। আমার সেখানে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে কিছু সুসংবাদ পেয়েছি।
আইন উপদেষ্টা বলেন, আমরা জানি আপনাদের এমআরপি পাসপোর্টে খুব সমস্যা হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন তারা পরবর্তী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। প্রথম প্রায়োরিটি (গুরুত্ব) দেওয়া হচ্ছে সৌদি আরব ও মালয়েশিয়ায় আমাদের যে ভাই-বোনরা আছেন তাদের। এরপর যে সমস্ত দেশে ডিমান্ড বেশি (চাহিদা) তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে সমস্যাটা ৩-৪ সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, ইনশাআল্লাহ আগামী ৩-৪ বছরের মধ্যে আর এই সমস্যা হবে না।
বিগত সরকারের আমলে এটি সমাধান হয়েছে জানিয়ে ভিডিও বার্তায় আফিস নজরুল বলেন, এটার জন্য আপনাদের অনেক ধরনের সমস্যা হয়েছে, হয়রানি হয়েছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে বিনয়ের সাথে বলি, আপনাদের এই সমস্যাটা সলভ (সমাধান) হয়েছে বিগত সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন, উনি তাঁর একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রি করতে গিয়ে, এটার টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময় ক্ষেপণ হয়। তারপর ওই পুরো প্রক্রিয়াটা বাতিল করে জাস্টিস ওয়েতে যাওয়ার জন্য একটু টাইম লেগেছে। এতে আপনাদের অনেক কষ্ট হয়েছে, এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনশাআল্লাহ আপনারা ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পেতে শুরু করবেন।
ই-পাসপোর্টের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আর ই-পাসপোর্টে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে, এখান থেকে প্রয়োজন হলে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য। এগুলো পরে আপনাদের বিস্তারিত জানানো হবে। প্রবাসী ভাই-বোনদের জন্য আমাদের অনেক দায় রয়েছে। অনেক কাজ করার ইচ্ছা রয়েছে, আমরা চেষ্টা করছি, অগ্রগতি হলে আপনাদের জানিয়ে দেব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh