বাহিনীর গুম-খুন ও আয়নাঘরের কথা স্বীকার করলেন র‌্যাবের ডিজি

বাহিনীর গুম ও খুনের দায় স্বীকার করে দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, ‘গুম ও খুনের ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারেই র‍্যাবের দায়মুক্তি সম্ভব।’

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ কে এম শহিদুর রহমান। এ সময় তিনি র‍্যাবের হাতে গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের কাছে দুঃখপ্রকাশও করেন।

আয়নাঘর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন, ‘র‌্যাবের আয়না ঘর ছিল এবং আছে। গুম কমিশন তদন্ত করছে। তারা বলেছেন, যেভাবে সেগুলো ছিল, ঠিক সেভাবে রেখে দেওয়ার জন্য।’

প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র‍্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা—এক সাংবাদিকের করা এই প্রশ্ন এড়িয়ে যান র‍্যাব মহাপরিচালক।

এ কে এম শহিদুর রহমান বলেন, ‘নিশ্চয়তা দিচ্ছি, ভবিষ্যতে আর গুম ও খুনে জড়াবে না র‌্যাব।’ তিনি জানান, এরপরও যদি কোনো সদস্য এসব ফৌজদারি অপরাধে জড়িত হয় তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘র‍্যাবের কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে ৪ হাজারের বেশি র‍্যাব সদস্যকে। ৫ আগস্টের পর গত ৪ মাসে ১৬ র‍্যাব সদস্যকে আটক করা হয়েছে।’ 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh