সারাদেশে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

আজ শনিবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগমুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই দিনে হত্যা করা হয়। দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসে দিনটি কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। যথাযোগ্য মর্যাদায় সারাদেশে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

গাইবান্ধা
গাইবান্ধায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়াসহ বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।

সিংড়া
যথাযোগ্য মর্যাদায় সিংড়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সিংড়া থানার ওসি আসমাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস,  উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক অফিসার সুমি খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন,  সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ প্রমুখ। 

শেরপুর
শেরপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় নালিতাবাড়ী উপজেলার সেঁজুতি বিদ্যানিকেতনের শিশুরা এবং একুশে পাঠচক্রের আয়োজনে পালিত হলো শহিদ বুদ্ধিজীবী দিবস। সকালে সেঁজুতি বিদ্যানিকেতন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা। পরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একটি শোক র‌্যালি বের করা হয়, পরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভৈরব
দিবসটি উপলক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেলে পানাউল্লাহর চর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলসহ বিভিন্ন সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও ভৈরব উপজেলা বিএনপির সভাপতি  মো. রফিকুল ইসলাম। 

ভাঙ্গা
ফরিদপুরের ভাঙ্গায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,জান্দিগ্রাম বদ্ধভুমি, চন্ডদাসদী গ্রামে ৭১ সালে হত্যাকান্ডের স্মরণে স্মৃতিস্তম্ভ পরিদর্শন, মাধবপুর জাতীয় কবরস্থান পরিদর্শন, দোয়া  মোনাজাতসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। 

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় শহিদ বুদ্ধিজীবী দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। আলোচনা শেষে শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুন্সী আবু সাইফ, আদর্শ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.আব্দুর রশীদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবু হোসেন ও আব্দুল মাবুদ জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি আসলাম হোসেন অর্ক ও মূখ্য সমন্বয়ক সজিবুল ইসলাম প্রমুখ।

পুঠিয়া
দিবসটি উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধ কমান্ড, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক মেয়র আল মামুন খান, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীস বসাক, কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, পুঠিয়া প্রেস ক্লাবের সদস্য-সচিব আরিফ সাদাত এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh