বিজিবির ৭২ সদস্য পাচ্ছেন সাহসিকতা ও বীরত্ব পদক

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে এককালীন আর্থিক অনুদান ও তাদের বেতনের সঙ্গে মাসিক ভাতার মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন উপ-সচিব তাজিনা সরোয়ার। 

চার ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের মধ্যে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)’ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন।

এছাড়া ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক‘ (বিজিবিএম) পাচ্ছেন ১১ জন, ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক’ (পিবিজিএম) পাচ্ছেন ২৪ জন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা’ (বিজিবিএমএস) পাচ্ছেন ১২ জন এবং ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা’ (পিবিজিএমএস) পাচ্ছেন ২৫ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ পদক’প্রাপ্তরা নগদ এককালীন এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন। এ ছাড়া, ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক’ প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে টাকা পাবেন।

অন্যদিকে, ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা’ প্রাপ্তরা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে পাবেন এক হাজার ৫০০ করে টাকা। এছাড়া, ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা’ প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে টাকা পাবেন।

প্রসঙ্গত, সাধারণত প্রতি বছর ২০ ডিসেম্বর বিজিবি দিবসে এ পদক তুলে দেওয়া হয়ে থাকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh