নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ এএম
শ্রম সংস্কার কমিশনের সাথে শ্রমিক অধিকার, মানবাধিকার ও নারী অধিকার সংগঠনসমূহের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিশন প্রধান সুলতান উদ্দিন আহম্মদ সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, মাঠপর্যায়ের শ্রমিকদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরার জন্যই আজকের এই সভা। সকলের মতামত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সহযোগী সংগঠনের সংখ্যা অনেক বেশি, তাই আমরা বিশ্বাস করি আমরা সঠিক সময়ের মধ্যেই আমাদের সুপারিশ প্রণয়ন করতে পারবো।
তিনি সকলকে তাদের লিখিত মতামত ৩০ ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করেন।
তিনি আরও বলেন, আমাদের কমিশনের সংস্কার প্রতিবেদনে মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন অবশ্যই ঘটবে।
সভায় রাজেকুজ্জামান রতন বর্তমান শ্রম আইনের প্রবর্তন আর সংশোধনের ইতিহাসের কথা বলে বলেন, সুপারিশ অনেক আসতেই পারে তবে তার বাস্তবায়ন নির্ভর করবে আমাদের আন্দোলনের জোড়ের উপর।
ট্রেড ইউনিয়ন কর্মী কোহিনূর মাহমুদ বলেন, সরকার যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে, কমিশনের সুপারিশ যেন শুধু কাগজে কলমেই না থাকে, শ্রম আইনে যেন এই সুপারিশের প্রতিফলন থাকে। সকলেই এই সুপারিশের বাস্তবায়ন দেখতে চান এবং এই সুপারিশ বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের।
সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের সুপারিশগুলো মৌখিকভাবে উপস্থাপন করে এর প্রয়োজনীয়তা বর্ণনা করেন।
তাদের বিভিন্ন সুপারিশের মধ্যে নারীর মাতৃত্বকালীন ছুটি, কর্মজীবী নারী শ্রমিকের জন্য পর্যাপ্ত ডে কেয়ার, যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, শ্রমিকের ন্যায়বিচার প্রাপ্তির নিশ্চয়তা, পেশাগত নিরাপত্তা, শ্রমিকের নিরাপত্তা, যৌন কর্মীদের অধিকার প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক শ্রমিকদের ডেটাবেজ তৈরির কথা সুপারিশ হিসেবে এসেছে।
সভায় উপস্থিত ছিলেন- ড. মাহফুজুল হক, শাকিল আখতার চৌধুরী, তাসলিমা আখতার, এ কে এম নাসিম, চৌধুরী আশিকুল আলম, অনন্য রায়হান, আরিফুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন নারী গ্রন্থ প্রবর্তনার সীমা দাস শিমু, নারীর সংহতির রেবেকা নীলা, ডেমোক্রেসি ওয়াচের সানজিদা লিপি ও নাজমা আক্তারসহ আরও অনেকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh