ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টা ২০ মিনিটে মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি কায়রোর উদ্দেশে রওনা দেয়।

এর আগে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ সফর ও সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

উপ-প্রেস সচিব জানান, কায়রোর ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া এবং নাইজেরিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো’স ইকোনমি’। এই প্রতিপাদ্য ভবিষ্যতের অর্থনীতিতে যুবশক্তি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্বকে তুলে ধরবে। বাংলাদেশের জন্য এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশের তরুণ ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের বৈশ্বিক উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করবেন। এসএমই খাতকে কীভাবে আরো কার্যকরভাবে কাজে লাগানো যায় এবং এই খাতের উন্নয়নে ডি-৮ এর সহযোগিতা কীভাবে পাওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা হবে।

জানা গেছে, ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা ডেভেলপিং-৮ সংস্থা বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতার জন্য কাজ করে।

সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ড. ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে।

এই সফরের মাধ্যমে ডি-৮ এর গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh